মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২১ জুন, ২০১৯

শাহবাজপুর ব্রিজ বিকল

ঢাকা-সিলেট মহাসড়কের ৬০ কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা সিলেট মহাসড়কের তিতাস নদীর ওপর শাহবাজপুরে রেলিং ভেঙে ব্রিজ বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে কয়েক শতাধিক ট্রাক ও যানবাহন আটকা পড়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প সড়ক হিসেবে নাসিরনগর-মাধবপুর-ছাতিয়াইন সড়ক দিয়ে সিলেটের পথে যাত্রীবাহী যানবাহন সীমিত পরিসরে চলাচলের জন্য কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। মাধবপুরে আটকে পড়া ট্রাকচালক কাদির মিয়া বলেন, হঠাৎ করে শাহবাজপুর ব্রিজ বন্ধ করে দেওয়ায় ট্রাকচালকরা বেশি বিপাকে পড়েছেন। শায়েস্তাগঞ্জ থেকে চান্দুরা পর্যন্ত দীর্ঘ ৬০ কিলোমিটারজুড়ে প্রায় কয়েক শতাধিক মালবাহী ট্রাক আটকে রয়েছে। বিকল্প সড়ক হিসেবে শায়েস্তগঞ্জ-বিজয়নগর, আখাউড়া সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ^রোড হয়ে ঢাকা যাওয়ার রাস্তাটিও এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। হরষপুর রেল স্টেশন মাস্টার পরশ আলী জানান, সড়ক পথে ভোগান্তি থাকায় ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। পরিবহন শ্রমিক নেতা আবু মিয়া বলেন, শাহবাজপুর ব্রিজটি দ্রুত মেরামত করা না হলে ভোগান্তির চরম আকার ধারণ করবে। মাধবপুর ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নাসিরনগর-মাধবপুর-ছাতিয়াইন আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল স্বাভাবিক রাখার জন্য পুলিশ রাত-দিন কাজ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close