রংপুর ব্যুরো

  ১২ জুন, ২০১৯

রংপুরে ২০ দরিদ্র শিক্ষার্থীকে অনুদান

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে টিটিসির দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ২০ শিক্ষার্থীকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ইংরেজি ভাষা প্রশিক্ষণ গ্রহনের জন্য গতকাল মঙ্গলবার সকালে মহানগরীর তালুক ধর্মদাস টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন জেলা প্রশাসক এনামুল হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষাজ্ঞান বৃদ্ধির জন্য এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে ভাষা প্রশিক্ষণে উৎসাহিত করবে। ইংরেজি ভাষা শিখে দেশ বিদেশে কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে। এতে করে রংপুর অঞ্চলের দারিদ্রের হার অনেকটা কমে যাবে। এর আগে তিনি কারিগরি প্রশিক্ষকদের শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণের জন্য পাঁচ দিনব্যাপি একটি টেনিং সেন্টার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক আমেনা পারভিন, রফিকুল ইসলাম, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close