কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ২৬ মে, ২০১৯

কচুয়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার পৌরসভার করইশ গ্রামের পূর্বপাড়ার বিলকিছ কমিশনারের বাড়ির পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানিয় সূত্রে জানা যায়, পৌরসভার করইশ গ্রামের পূর্বপাড়ার বিলকিছ কমিশনারের বাড়ির পুকুরে ওই গ্রামের অলি উল্যালহ, ওসমান ও আমির হোসেন মাটি কাটতে গেলে মূর্তি দেখতে পায়। খবর পেয়ে এএসপি (সার্কেল-কচুয়া) শেখ রাসেলের নেতৃত্বে ওসি ওয়ালী উল্যাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল ও এসআই হুমায়ন স্থানীয় লোকজনের সহযোগীতায় বিষ্ণু মূর্তি উদ্ধার করে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের উদ্দেশ্যে এএসপি শেখ রাসেল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে ৩৮ ইঞ্চির উচ্চতা, ১৯ ইঞ্চির চওড়া ও প্রায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করি। তবে এটা কষ্টি পাথরের মূর্তি কিনা তা আমরা পরীক্ষা নিরাক্ষা করে বলতে পারবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close