আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৮ মে, ২০১৯

আমতলীতে ত্রাণের ঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী বাজার সংলগ্ন স্থানে সিডরের ত্রাণের ঘর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম ও বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজার সংলগ্ন স্থানে শ্রী কৃষ্ণ মিস্ত্রি ঘূর্ণিঝড় সিডরে ত্রাণের একটি ঘর পায়। ২০০৯ সালে ওই ঘর গোপাল মালির কাছে স্ট্যাম্পে লিখিত দিয়ে এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করে। শ্রী কৃষ্ণ মিস্ত্রি ওই জমি বিক্রি করে এলাকা থেকে ঢাকায় চলে যান। ওই ঘরে গোপাল মালি গত ১০ বছর ধরে বসবাস করে আসছে। এদিকে শ্রী কৃষ্ণ মিস্ত্রি গোপনে ২০১২ সালে ওই ঘর একই এলাকার আবদুল মন্নান মৃধার কাছে কোর্টে এ্যাফিডেভিট দিয়ে আশি হাজার টাকায় বিক্রি করে। গতকাল শুক্রবার সকালে ওই ঘর দখল করতে যায় মন্নান মৃধাসহ তার লোকজন। এতে বাঁধা দেয় গোপাল মালি ও তার লোকজন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত ফাতেমা ও নুরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close