লালমনিরহাট প্রতিনিধি

  ১৪ মে, ২০১৯

লালমনিরহাটে মৃত গরুর মাংস বিক্রি কসাইয়ের জেল

লালমনিরহাটে মৃত গরুর মাংস বিক্রয়ের অপরাধে ইদ্দি আলী (৪০) নামে এক কসাইকে এক বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মুস্তফী বাসস্টান্ডে ইউএনও শ্রীমতি জয়শ্রী রানী রায় এ রায় প্রদান করেন। ইদ্দি কসাই গোকুন্ডা ইউনিয়নের হুজুরের বটেরতল এলাকার খোকা মিয়া ছেলে।

মুস্তফী বাস স্টান্ডের মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক আখেরুল ইসলাম আখের জানান, লোক মুখে জানতে পারি ভ্যানে করে মৃত গরুর জবাই করা মাংস বাসস্টান্ডে বিক্রয়ের জন্য নিয়ে আসা হচ্ছে। এসময় লোকজন নিয়ে রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করতে থাকি। এর কিছুক্ষন পর ভ্যানে করে গরুর মাংস নিয়ে আসলে ব্যবসায়ী ইদ্দিকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

পরে কসাই ইদ্দি আলীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ইউএনও জয়শ্রী রানী রায় তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close