পাবনা প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

পাবনার সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আজিবর রহমানের বিরুদ্ধে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পরিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এগারশ পরীক্ষার্থী সাঁথিয়া বালিকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮০০ ও অন্যান্য বিভাগে ৩০০ পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষার দিতে গেলে প্রত্যেকের নিকট থেকে ১১০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করা হয়। কেন্দ্র সচিবের নির্দেশে বিধি বহির্ভূতভাবে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নেন ওই সচিব। তবে অভিযোগ অস্বীকার করে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আজিবর রহমান বলেন, ব্যবহারিক পরীক্ষায় পূর্ণ নম্বর দেওয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয় নাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ব্যবহারিক পরীক্ষার খাতা দেখা বাবদ অতিরিক্ত ফি নেওয়ার কোন নিয়ম নাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close