দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

মেয়রের বিরুদ্ধে মন্দির কমিটির সভাপতিকে মারপিটের অভিযোগ

মন্দিরের জায়গা দখলকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া মেয়র আমিরুল ইসলাম বকুলের বিরুদ্ধে সাবলা হরিমন্দিরের কমিটির সভাপতি রতন চন্দ্র দাসকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল রোববার সকালে লাফাপাড়া ডায়াবেটিস হাসপাতালের সামনে হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষের অংশগ্রহনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

স্থানীয় ও মানববন্ধনের বক্তারা জানান, পৌরসভার লাফাপাড়া (হিন্দুপাড়া) হরিমন্দির কমিটির সভাপতি রতন চন্দ্রকে তালোড়া মেয়র বকুল মন্দির নিয়ে কথা বলার জন্য বার বার নোটিশ প্রদান করেন। গত বৃহস্পতিবার চৌকিদারের মাধ্যমে তাকে শনিবার পৌরসভায় উপস্থিত হতে বলেন। রতন সেখানে উপস্থিত হলে মেয়র তাকে অফিস কক্ষে নিয়ে মন্দির ভেঙ্গে দখল ছেড়ে দিতে বলে। রতন চন্দ্র তা অস্বীকৃতি জানালে অকথ্য গালীগালাজ ও দড়জা বন্ধ করে মেয়রের সঙ্গীরা তাকে মারপিট করে। পরে আহত অবস্থায় তাকে দুপচাঁচিয়া হাসপাতালের ভর্তি করা হয়। এ ঘঁনায় রতন চন্দ্র বাদি হয়ে রাতে মেয়রসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ওসি মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে তালোড়া পৌর মেয়রের ব্যক্তিগত মোবাইলে এশাধিকবার কল করে সাড়া পাওয়া যায় নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close