নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৯

উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রামে উপকারভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নামুইট খাল পুনঃখননকৃত অংশের উপোকারভোগীদের নিয়ে গতকাল শুক্রবার ভাটগ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এসএম শহিদুল আলম সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মাসউদুল করিম রানার সঞ্চনালয় সভায় প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম প্রধান (সেচ) আবদুল আজিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়ার নির্বাহী প্রকৌশলী (সওকা) মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী (সওকা) স্বপ্নীল রায় প্রমুখ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close