ভোলা প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৯

ভোলায় বাল্যবিয়ে রোধে বির্তক প্রতিযোগিতা

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় স্কুল ও মাদরাসা ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট’র সমন্বিত শিশু বিবাহরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ব্যাংকেরহাট সমবায় ইসলামিয়া সিনিয়র মাদরাসায় এই বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী ভাইস প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, উপজেলা ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মনিরুজ্জামান, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, প্রভাষক ইদ্রিস, শামীমা ইয়াসমিন, নুরনবী, হালিমা বিবি, বিল্লাল, উপজেলা ফ্যাসিলেটর রাকিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের বির্তক প্রতিযোগিতা কিশোর-কিশোরীদের বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত হতে সাহসী হতে সাহায্য করবে। পাশাপশি বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়তে কিশোর-কিশোরীরাই এগিয়ে আসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close