গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৯

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে যত্রতত্র ভূ-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার উপজেলা শহরের চতুরঙ্গ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, ওয়ার্কাস পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মিয়া আশাদুজ্জামান হিরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী, যুবলীগ নেতা নুরুন্নবী সরকার নান্নু, ইউপি সদস্য আফাস আলী প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলায় কাটাখালী নদীসহ প্রায় শতাধিক স্থানে মেশিন দিয়ে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করা হলেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। এতে বসতবাড়ি, ব্রীজ, মহাসড়ক, সরকারি- বেসরকারি স্থাপনাসহ বিপুল পরিমাণ কৃষিজমি হুমকীর সন্মুখীন হয়ে পড়ছে। তাই অবিলম্বে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close