পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

রাজশাহী-৫

দলীয় মনোনয়ন পেতে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে আ.লীগের ১০ বিএনপির ১০ ও জাতীয় পার্টির ১ জন মোট ২১ জন মনোনয়ন জমাদান করেছে। তবে বিগত সংসদ নির্বাচনের চেয়ে এবার দ্বিগুণ সংক্ষক প্রার্থী মনোনয়ন জনা দিয়েছেন।

আ.লীগ থেকে মনোনয়ন জমাদানকারীদের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম ফারুক, আ.লীগের কেন্দ্রিয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আ.লীগের সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুনছুর রহমান, যুবলীগ নেতা ওবায়ুদর রহমান, আ.লীগ নেতা আবু সায়েম, জেলা মাহিলা লীগের সভাপতি নার্গিস সুরাইয়া আক্তার সেলী ও আসিফ ইবনে আলম তিতাস। বিএনপি থেকে মনোনয়ন জমাদনকারীদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য এড্যা. নাদিম মোস্তফা, প্রাক্তন সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অবু বক্কর সিদ্দিক, উম্মে হাবিবা, উপজেলা বিএনপির সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুল ও দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম সাকলাইন। এছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন, সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন। মনোনয়ন জমাদানকারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দলীয় মনোনয়ন পেলে তার ভোটে যুদ্ধে থাকবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close