নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

নারায়াণগঞ্জ-১

বর্তমান এমপি গাজীতেই ভরসা স্থানীয় নেতাকর্মীদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়াণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এলাকার সর্বস্তরের তৃর্ণমূল নেতাকর্মী ও জনগন তাকে আবারও এমপি হিসেবে দেখতে চান। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সব সময় রূপগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। আবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান নেতাকর্মীরা।

গোলাম দস্তগীর গাজী ২০০৮ এর সাধারণ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসাবে জয় লাভ করেন এবং ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কয়েক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কার্যক্রম করে রূপগঞ্জ উপজেলার চিত্র পাল্টে দিয়েছেন তিনি। সে জন্য আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে আবারও এমপি নির্বাচিত করতে চায়।

উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, ‘স্বাধীনতার পর থেকে রূপগঞ্জ ছিল অত্যান্ত উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত। গাজী ভাই সংসদ সদস্য র্নিবাচিত হওয়ার পর রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। তাই আমরা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গোলাম দস্তগীর গাজী ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।’

মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ বলেন, ‘দলের দু:সময়ে নেতা কর্মীকে সবসময় বটবীক্ষের মত ছায়া দিয়ে আগলে রেখেছেন। ইতিমধ্যেই সকল ইউনিয়নের চেয়ারম্যান ও দুইটি পৌরসভার মেয়রসহ সকল মেম্বার ও কাউন্সিলররা গাজী ভাইয়ের পক্ষে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন। আমরা আবারও তাকেই এমপি হিসেবে পেতে চাই।’

উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, ‘রূপগঞ্জের ইতিহাসে ইতি পূর্বে এমন সংসদ সদস্য জনগন কখনো পায়নি। তিনি জীবনের চেয়ে সাধারণ জনগনকে বেশি ভাল বাসেন। তাই জনগনও তাকে এমপি হিসেবে পেতে চায়। তাকে নৌকার মাঝি বানাতে আমাদের সবরকমের চেষ্টা অভ্যাহত থাকবে।’

বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) জানান, রূপগঞ্জে গত দুই মেয়াদে যে উন্নয়ন হয়েছে, তা স্বাধীনতার পর কখনোই হয়নি। উন্নয়নের ধারাকে অভ্যাহত রাখতে আবারো নৌকাকে ভোট দিয়ে জয়লাভ করাবে রূপগঞ্জবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রিয় নেতারা তাকে মনোনয়ন দিলে তিনি হ্যাটট্রিক বিজয় উপহার দিতে চান বলে জানান তিনি। তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে লালন করে সাধারণ মানুষের উন্নয়ন করে যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close