কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

নবাব সিরাজ উদ্দৌলার আমলের বিশ্রামাগার ‘বারো দুয়ারি’

ঢাকার কেরানীগঞ্জের ১৭০০ শতকে নবাব সিরাজ উদ্দৌলার আমলের স্থাপনা ‘বারো দুয়ারি’। উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর গ্রামের রাজাহালট নামক এলাকায় এই স্থাপনাটির অবস্থান। সে সময় এটিকে বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হতো বলে স্থানীয়রা জানায়। ঐতিহ্যবাহী এই স্থাপনাটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় নিজস্ব অর্থায়নে এর সংস্কার করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া।

স্থানীয় বায়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বারো দুয়ারি’ নবাব সিরাজ উদ্দৌলার আমলের একটি ঐতিহাসিক বিশ্রামাগার। নবাব পরিবারের লোকজন শিকারে বের হয়ে এলাকায় বিশ্রাম করার জন্য এটি তৈরি করেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় স্থাপনাটি প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল। জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মো. সামিউল্লাহ মিয়া প্রতিদিনের সংবাদকে বলেন, এই স্থাপনাটি আমাদের ঐতিহ্য। দেখভালের অভাবে স্থাপনাটি প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। চেয়ারম্যান সাহেব স্থাপনাটি সংস্কার করে আমাদের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করেছে। আমরা এখন এখানে বিশ্রাম নিতে পারছি। এতে আমাদের যেমন উপকার হয়েছে তেমনি ঐতিহ্য রক্ষা হয়েছে। তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া প্রতিদিনের সংবাদকে বলেন, বারো দুয়ারি স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল। স্থাপনাটি যেন বিলুপ্ত ও বেদখল হয়ে না যায় সেজন্য আমি এলাকাবাসীদের সঙ্গে নিয়ে এটি সংস্কার করেছি। এতে এলাকাবাসী খুব খুশি হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close