নওগাঁ প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

নওগাঁয় ছোট যমুনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নওগাঁর স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁয় ছোট যমুনা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শান্তির পায়রা উড়িয়ে নৌকাবাইচের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান।

নওগাঁ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। শহরের খলিশাকুড়ি খেয়াঘাট থেকে লিটন ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই কূলে বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ ও শিশুদের সমাগম ঘটে। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীতীরে বসে এক গ্রামীণ মেলা। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি শহরবাসী ও আগত বিনোদনপ্রেমীরা।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নওগাঁ সদর উপজেলার হাঁসাইগারী গ্রামের আলেফ মোল্লার নৌকা, দ্বিতীয় শৈলগাছী গ্রামের মহসিন আলীর নৌকা এবং তৃতীয় হয়েছেন মাখনা গ্রামের মোজাম্মেল হকের নৌকা।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আবদুল বারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-১৬ লে. কর্নেল খাদিমুল বাশার, পরিষদের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক এম এম রাসেল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডাক্তার ময়নুল হক, বিন আলী পিন্টু, রফিকুদ্দৌলা রাব্বি, মনোয়ার হোসেন লিটন, নাইচ পারভিন, বিষ্ণ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এম এম রাসেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close