চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

পলাতক ডাকাত জাহিদুলকে গ্রেফতার

চুয়াডাঙ্গা অস্ত্রসহ গ্রেফতারের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পালানোর ১১ দিন পর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ০১ সেপ্টেম্বর শনিবার রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে একটি কাটা রাইফেলসহ ডাকাত সর্দার জাহিদুলকে গ্রেফতার করে ডিবি (গোয়েন্দা) পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। গত ০২ সেপ্টেম্বর রোববার ভোরে হ্যান্ডকাপ পরা অবস্থায় জাহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

এসআই ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সাহায্যে গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা থেকে পলাতক জাহিদুলকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close