সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৮

সিরাজগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট আলোচনা

সিরাজগঞ্জ পৌরসভায় ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তার সভাপতিত্বে এ বাজেট আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতাসহ সব শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, মাত্র ২৭ মাস ক্ষমতায় আসার পর পৌরসভার নিজস্ব অর্থায়নে ১০ কোটি ৩২ লাখ টাকার কাজ করেছি। যা অতীতে কোনো দিনই সম্ভব হয়নি। ইতোপূর্বে পৌর কর্তৃপক্ষ ২০১৬-২০১৭ অর্থ বাজেট করেছিলেন মাত্র ৩২ কোটি টাকা যা আজ বৃদ্ধি পেয়ে প্রায় ১২১ কোটি ৪৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়াও ১৮ কোটি টাকা ব্যয়ে পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বাস-ট্রাক, সিএনজি, নিউ মার্কেট নির্মাণ করা হয়েছে। বর্তমানে নিউ মার্কেটে ৯২টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভাধীন মালশাপাড়া, রহমতগঞ্জ কবরস্থান, খান সাহেবের ঈদগাহ্ মাঠ, আরসিসি রাস্তা তৈরিসহ ৫০ লাখ টাকা ব্যয়ে রাসেল পার্ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাটাখালি খালকে চলমান রাখার জন্য ইতোমধ্যেই ২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাটি খনন ব্রিজ-কালভার্ট তৈরির কাজ চলছে। ২০১৮-২০১৯ অর্থবছরের পৌরসভার আয় ১২১ কোটি ৪৩ লাখ টাকা প্রায়। সমগ্র ব্যয় ছাড়াও বর্তমানে উদ্বৃত্ত রয়েছে প্রায় ১৮ কোটি ২১ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close