বগুড়া প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

বগুড়ায় ভোটার বেড়েছে আড়াই লাখ

বগুড়ায় পুুরুষ ভোটারের চেয়ে বেড়েছে নারী ভোটারের সংখ্যা। দশম জাতীয় সংসদের চেয়ে আসছে একাদশ সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ২ লাখ ৪৮ হাজার ৫৯১ জন। জেলার সাতটি সংসদীয় আসনে ভোট কেন্দ্র বেড়েছে ৩৭টি। গত রোববার নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে প্রকাশ করা সাতটি সংসদীয় আসনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা সূত্রে এসব তথ্য জানা যায়। খসড়া ভোট কেন্দ্রের তালিকায় প্রতিটি নির্বাচনী এলাকার মোট ভোট কক্ষ ও ভোটার সংখ্যাও উল্লেখ করা হয়েছে। বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ এস এম জাকির হোসেন খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় সংসদীয় আসন সাতটি। দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ৫ হাজার ৯৫৪ জন। মৃত্যুজনিত কারণ ছাড়াও অন্যান্য কারণে বাদ যাওয়ার পর এখন জেলায় হালনাগাদ ভোটার সংখ্যা ২৫ লাখ ৫৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজার ২১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ৩২৬ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ছিল ৮৮২টি। একাদশ সংসদ নির্বাচনের জন্য জেলায় মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। ভোটার সংখ্যা অনুপাতে জেলায় এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৭৯৪টি। এর মধ্যে ৪ হাজার ৫২৮টি স্থায়ী এবং ২৬৬টি অস্থায়ী ভোট কেন্দ্র। বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন বলেন, সাতটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সুবিধার্থে দশম সংসদের চেয়ে একাদশ সংসদ নির্বাচনে ৩৭টি ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে। এসব ভোট কেন্দ্রের ব্যাপারে কোনো আপত্তি থাকলে তা ৩০ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। ৬ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close