বান্দরবান প্রতিনিধি

  ১১ জুন, ২০১৮

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ

বদলে গেছে বান্দরবানের হতদরিদ্রদের জীবন

প্রধানমন্ত্রী ঘোষিত ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বান্দরবানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০০৯ সাল থেকে ১০ বছরে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাপ্ত অর্থের পরিমাণও দ্বিগুণ বেড়েছে। ফলে বদলে গেছে এখানকার হতদরিদ্রদের জীবনমান।

জেলা সমাজসেবা বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, জেলার সাতটি উপজেলায় ১০ বছরে ৮৯ হাজার ৩৩৬ জন বয়স্ক নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৬০০ টাকা বয়স্কভাতা। একই সময়ে জেলায় ৬৭ হাজার ৩৫৬ জন নারীকে বিধবাভাতা প্রদান করা হয়েছে। জেলায় ৮ হাজার ৮১৩ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা হয় ৪ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকা। ১ হাজার ৭৮২ জন প্রতিবন্ধীর ১ কোটি ৬৯ লাখ ৬০০ টাকার মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। রুমা উপজেলার মুনমুন পাড়ার বাসিন্দা এবং বিধবা ভাতাভোগী জয়েনমই বম জানান, তিনি সরকার প্রদত্ত বিধবা ভাতার অর্থ দিয়ে ছোট পরিসরে মুরগির খামার গড়ে তুলেছেন। সেই খামার থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। রোয়াংছড়ির চাইংগ্যা এলাকার বাসিন্দা এবং বিধবা ভাতাভোগী জরিনা খাতুন এবং সখিনা বিবি জানান, তারা প্রাপ্ত বিধবা ভাতার টাকায় হাঁস-মুরগি পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা রহিম আলী এবং আবুল কালাম বলেন, তারা সোনালী ব্যাংক থেকে নিয়মিত বয়স্কভাতা ভোগ করছেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা জানান, ২০০৯ সালে বিধবাভাতার পরিমাণ ছিল মাসে ২৫০ টাকা, ক্রমশ এই অর্থ বৃদ্ধি পেয়ে বর্তমানে মাসে ৫০০ টাকায় দাঁড়িয়েছে। বয়স্কভাতাও একই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। জেলায় অসচ্ছল প্রতিবন্ধীরা ২০০৯ সালে ২৫০ টাকা হারে মাসিক ভাতা পেতেন, বতর্মানে তা বৃদ্ধি পেয়ে মাসিক ৬০০ টাকা হারে ভাতা পাচ্ছেন তারা। সদর উপজেলার ফারুকপাড়া গ্রামের প্রতিবন্ধী জিমসাম বম এবং সুয়ালক গ্রামের প্রতিবন্ধী শাহ আলম জানান, তারা সমাজসেবা বিভাগ থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন। এই টাকা তাদের জীনবযাত্রায় সহায়ক ভূমিকা রাখছে। জেলা সমাজসেবা বিভাগ সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় ২০১৫ থেকে জেলায় নতুন দুইটি প্রকল্প চালু হয়েছে। একটি হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা এবং অন্যটি দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist