মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০১৮

এক বোঁটায় ৪০ লাউ!

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টিকরি গ্রামের একটি বাড়িতে লাউ গাছের এক বোঁটায় ছোট বড় ৪০টি লাউ ধরেছে। উপজেলার টিকরি বাজারের চা বিক্রেতা মকবুল মিয়ার বাড়ির লাউয়ের মাচায় এমন লাউ ধরেছে। এই লাউ গাছটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন। দর্শনার্থীদের হরেক প্রশ্নের উত্তর দিয়ে সময় পার হচ্ছে মকবুলের। লাউ গাছটির মালিক মকবুল মিয়া জানান, একটি বোঁটায় এতগুলো লাউ ধরায় নরম কাপড় দিয়ে বোঁটা শক্ত করে বেঁধে দিয়েছি। লাউ গাছটি দেখতে অনেক মানুষ আসছেন। অনেকেই ফোন করেও খবর নিচ্ছেন। দড়িহাতীল গ্রামের দর্শনার্থী আবুল কালাম আজাদ বলেন, গাছের একটি বোঁটা থেকে ছোট-বড় ৪০টি লাউয়ের জন্ম। বিষয়টি খুবই বিষ্ময়কর! টিকরি বাজারের ব্যবসায়ী মো. আব্দুর রহিম মিয়া বলেন, একটা বোঁটায় এতগুলো লাউ ধরার ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, এক বোঁটায় ৪০টি লাউ ধরার ঘটনাটি অস্বাভাবিক। সাধারণত এ রকম হয় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist