শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০১৮

শেরপুরে ‘ভুট্টাক্ষেতে পাওয়া’ নবজাতক ফিরল মায়ের কোলে

বগুড়ার শেরপুরে ‘ভূট্টা ক্ষেতে পাওয়া’ নবজাতক ফিরে পেয়েছে মায়ের কোল। মাতৃত্বের দাবী নিয়ে গত সোমবার দুপুরে শেরপুর থানায় নবজাতকের নানা-নানী অভিযোগ দায়ের করার পরে এই নবজাতক পুত্রকে ফিরে দেওয়া হয়। তবে নবজাতককে কুড়িয়ে পাওয়া রিকশা চালক ইকবাল হোসেন একে ‘ফন্দি’ বলে মন্তব্য করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভূট্টা ক্ষেতে ওই নবজাতককে পাওয়া পায়।

স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালপুর গ্রামের রিকশাচালক ইকবার হোসেন পুত্র শিশু পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শেরপুর থানায় নবজাতকের নানী জিডি করেন। এতে উল্লেখ করেন, তার মেয়ে রোজিনা গত শুক্রবার বিকাল ৪ টায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসব করে। সে বাচ্চা লালন পালনের সামর্থ না থাকায় গোপালপুর গ্রামের রিকশাচালকে বাচ্চাটি দত্তক দেয়। কিন্তু রোজিনা সুস্থ হয়ে এখন বাচ্চা দাবী করছে।

তবে এই বক্তব্য ‘মিথ্যা’ দাবি করে শিশুর প্রতিপালক রিকশাচালক ইকবাল হোসেন বলেন, ‘আমি বাচ্চাটিকে ভূট্টার জমিতে পেয়েছি যা সেদিন অনেকেই দেখেছে। আমার মনে হচ্ছে বাচ্চার অভিভাবক পরিচয় দানকারীরা বাচ্চাটিকে বিক্রি করে দেওয়ার ফন্দিতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।’

শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, অভিযোগ পরিপ্রেক্ষিতে শেরপুর থানার এসআই এবাদ আলী সোমবার দুপুরে রিকশাচালকের বাড়ি থেকে থানায় নিয়ে আসে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গত সোমবার রাতে নবজাতকের প্রকৃত মা সাধুবাড়ি গ্রামের রবিউলের স্ত্রী রোজিনার কোলে নবজাতককে ফিরিয়ে দেয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist