সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৮

শহীদ এম মনসুর আলী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০১তম জন্মদিন উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১০টায় সোনামুখীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সোনামুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইলট কিন্ডারগার্টেন, আমিনা মনসুর ডিগ্রি কলেজ, মুনলাইট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, সোনামুখী ফাজিল মাদ্রাসা, সোনামুখী অনুশীলন একাডেমি, রাজফুল জনকল্যাণ ফাউন্ডেশন, সোনামুখী এফএম ৮৭.৬ রেডিও, আফজাল হোসেন কলেজ, মনসুর আলী স্মৃতি সংঘ, সোনামুখী বাজার বিজনেস এ্যাসোসিয়েশন, সোনামুখী ফারুক আল নাসির হাসপাতাল ও কাজিপুর সাহিত্য পরিষদের শিক্ষক, শিক্ষার্থী ও নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার, সহসভাপতি সাইফুল ইসলাম পলাশী, সাধারণ সম্পাদক ও কাজিপুরের ইতিহাস লেখক আল মাহমুদ সরকার জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টি এম কামাল, এফএম ৮৭.৬ রেডিওর কর্ণধার অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কাজিপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা ও অনুশীলন একাডেমির সভাপতি সাংবাদিক আবদুল জলিল, কলামিস্ট ড. মিজানুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম নাবিল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist