পাবনা প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০১৮

বেড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ : আটক ৫

পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে পূর্ব শত্রুতা ও প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় প্রায় ১২জন আহত হয়েছেন। পুলিশ উভয় পক্ষের ৫জনকে আটক করেছে। জানা গেছে, বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামের শামসুল খাঁন গ্রুপ ও আজজেল প্রামাণিক গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতা ও প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে তর্কবিতর্কে শামসুল খাঁন গ্রুপের লোকজন আজজেল প্রমাণিককে রাস্তায় মারপিট করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করতে থাকে। এরই জের ধরে গতকাল রোববার সকাল ৯টার সময় আজজেল প্রামানিকের বাড়িতে একটি পারিবারিক বৈঠকে বসে। এসময় শামসুল খাঁন গ্রুপের লোকজন আজজেল প্রামানিকের বাড়িতে হামলা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ লাঠিসোটা, ফালা, ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২জন আহত হন। আহত আব্দুল বাতেন(৫০), নুর মোহাম্মদ (২৮), মিন্টু মোল্লা (৫০), জাহিদ ব্যাপারী (৬৫), মিলন (২৫), ফরিদ (৩০), মঞ্জুর মোল্লা (৫০), নেক মোহাম্মদ (২২) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে ৫জনকে আটক করে। বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ৫জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist