ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৮

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানজটে দুর্ভোগ

ব্যস্ততম সড়কের মাঝখানে মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা বিজয় ৭১। একটি স্থাপন করা হলেও সড়কের দুই পাশ প্রশস্ত করা হয়নি। ওই অবস্থায় আয়তনে ছোট হয়ে যাওয়া মূল সড়ক ধরেই চলাচল করতে হয় যানবাহনকে। সেই সঙ্গে বিজয় ৭১ চত্বরে পৌরসভা ও শ্রমিক সমিতির নামে কয়েকটি গ্রুপ যানবাহন থেকে চাঁদা আদায় করে, সড়কের দুই পাশে ত্রিহুইলার যান দাঁড়িয়ে থাকে যত্রতত্র। এতে দীর্ঘ যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। এমন দুর্ভোগের নিত্য চিত্র এখন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ^রগঞ্জে।

ব্যস্ততম ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক ধরে কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করে। যাত্রীবাহি ও পণ্যবাহি যানবাহনে সড়কটি সব সময় ব্যস্ত থাকে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ^রগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের সামনে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপনা বিজয় ৭১ নির্মাণ করে। মহাসড়কের মাঝ খানে এটি নির্মাণ করা হলেও সড়ক প্রশস্ত করা হয়নি।

বিজয় চত্বর এলাকার এক পাশ ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশা, অন্যপাশ আঠারবাড়িগামী অটোরিকশার দখলে। সেই সাথে একপাশ মাইজবাগ ও নান্দাইল গামী অটোরিকশার দখলে। এতে বিজয় চত্বর এলাকাটিতে যানবাহন এলেই জটের কবলে পড়তে হয়। সড়কে নিত্য যানজটের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। জরুরি অবস্থার রোগিদেরও পড়তে হয় বিপাকে। ফুটপাত দখল করে দোকান পাট গড়ে ওঠায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কটির ৫৬ কিলোমিটারের মধ্যে ঈশ^রগঞ্জ এলাকাটিই ব্যক্তিক্রম। উপজেলা শহরটিতে এলেই যানজটের কবলে পড়তে হয়। যানবাহন আটকে বিভিন্ন নামে চাঁদা তোলার বিষয়টিও এখানে ব্যতিক্রম। সড়কের দুই পাশ ও কাঁচামাটিয়া সেতুর এক পাশে ব্যাটারি চালিত অটোরিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন আটকে মানুষ দুর্ভোগ পোহালেও কেউ এটি নিরসনে কোনো পদক্ষেপ নেয় না।

সড়ক ও জনপথ বিভাগের ঈশ^রগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন বলেন, বিজয় চত্বরটি স্থাপন করা হলেও সড়কের দুই পাশ প্রশস্ত করা হয়নি। এছাড়া এটির দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়কটি প্রশস্তকরণের জন্য একটি প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার বলেন, যানজট মুক্ত রাখার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও তারা সফল হতে পারেননি। বিজয় চত্বর এলাকায় কিছু পুলিশ মোতায়েন থাকলেও তারা সঠিক ভাবে দায়িত্ব পালন না করে এক পাশে বসে থেকে সময় কাটায়। পুলিশ সঠিক ভাবে দায়িত্বপালন করলে যানজট মুক্ত থাকতো এলাকাটি। যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে বলা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist