প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ জানুয়ারি, ২০১৮

নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

জামালপুর : জামালপুর শহরের র‌্যালি পরবর্তী জেলা শিল্পকলা একাডেমী হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক গোলাম মোস্তফা। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন, জেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, রান ডেভেলপমেন্ট সোসাইটির এরিয়া ম্যানেজার মিলন ফকির, কো-অর্ডিনেটর অলি আহমেদ, ঝর্ণা মনোরঞ্জন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার দেব, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু ইলিয়াছ মল্লিক প্রমুখ।

রান ডেভেলপমেন্ট সোসাইটির এরিয়া ম্যানেজার মিলন ফকির বলেন, শেখ হাসিনার উদ্যোগে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, নিয়মিত বিধবা ভাতা প্রচলন ও প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রান ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে।

গাইবান্ধা : জেলার স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালি পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন সমাজসেবা উপপরিচালক এমদাদুল হক প্রামাণিক। এতে বক্তব্য দেনÑজেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আ’লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য অধ্যাপক মাজহারউল মান্নান, আবু সুফিয়ান, আখতার হোসেন, সরকার শহীদুজ্জামান, আব্দুল গণি সরকার, আশরাফুল আলম প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে র‌্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হামিদুল হক, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রুহুল আমিন শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছাইদুজ্জামান, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সদর উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান পলাশ, রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমুখ।

লক্ষ্মীপুর : জেলার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনÑজেলা প্রশাসক হোমায়রা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ, নজরুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

বরিশাল : বরিশালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সমাজ সেবা কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑবরিশালের বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সমাজসেবা পরিচালক সাব্বির ইমাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা এ এম জি কবীর ভুলু, সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

রংপুর : রংপুর জেলা প্রশাসকের মিলনায়তনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেনÑবিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, সমাজসেবা অধিদফতর বিভাগীয় পরিচালক পারভীন মেহতাব, উপপরিচালক আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু জাকিরুল ইসলাম, কারমাইকেলে কলেজের অধ্যাপক শাহ আলম, সাংবাদিক শুশান্ত ভৌমিক, মহানগর আ’লীগ সম্পদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

মেহেরপুর : জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেনÑজেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেলোয়ার হোসেন, জেলা আ’লীগের উপদেষ্টা আশকার আলী, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, ব্রাকের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন। এরআগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে র‌্যালি বের করা হয়।

পটুয়াখালী : পটুয়াখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑজেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক শিলা রাণী দাস, অফিস সহকারী আব্দুস সালাম, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীর হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, মহিলা লীগের সম্পাদিকা অ্যাড. জাকিয়া সুলতানা বেবী, বাউফল উপজেলা সমাসেবা কর্মকর্তা এসএম শাহজাদ, শিশু পরিবার বালিকা উপতত্বাবধায়ক শারমীন সুলতানা, এ বি এম হাফিজুর রহমান প্রমুখ।

বান্দরবান : বান্দরবান মুক্তমঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অরুণ সারকি টাউন হল প্রঙ্গনে গিয়ে শেষ হয়। পরে, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেনÑপার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান ক্য শৈ হ্লা, জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য এমচিং মারমা প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় র‌্যালি শেষে কবি নজরুল মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক হাবীবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেনÑউপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীনূর বশির, সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ কালিন কমান্ডার গিয়াস উদ্দিন, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সম্পাদক গাজিউল হক চৌধুরী, মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেনÑউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসার আলী মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ ইউএনও রাজিবুল আলম, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভানেত্রী আয়েশা আক্তার, সম্পাদক বিপ্লব চৌধুরী, পামডোর নির্বাহী পরিচালক হৈমন্তি সরকার প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) ইব্রাহীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, মাওলানা আহসান উল্লাহ, হাবিবুর রহমান, সুপ্রিয়া প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও শিহাব রায়হান, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পঃ পঃ কর্মকর্তা শেখ মোহাম্মদ আদম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, ইউনিয়ন সমাজকর্মী শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ আসলাম হোসেন প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান, কৃষি কর্মকর্তা সরোয়ার জামান, সমবায় অফিসার কামরুল হাসান, সমাজসেবা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, ইউএনও শাহীনুর ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আ’লীগের সাংগঠনিক স¤পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, সামসুন্নাহার রিতা, উপজেলা সমাজ সেবা কর্মকতা নঈম জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : র‌্যালি শেষে ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওÑ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, ইউএনও আ. মান্নান, সমাজসেবা অফিসার মোজাহারুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জুলফিকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালিপাড়ায় র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেনÑইউএনও জিলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।

কয়রা (খুলনা) : উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও শিমুল কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, নির্বাচন অফিসার অহিদ মুরাদ, মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন আহমেদ, কয়রা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, গোপাল চন্দ্র মন্ডল, আ. গফুর, ইউপি সদস্য রমেশ চন্দ্র সরকার, মানবকল্যান ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, সমাজসেবক বিশ্বনাথ বিশ্বাস ,দিলিপ কুমার বিশ্বাস প্রমুখ।

ভূঞাপুুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও ঝোটন চন্দ্র, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম, বেসরকারী সংস্থা এসআরসি’র প্রতিষ্ঠাতা পরিচালক আ. বাছেদ খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পালের সভাপতিত্বে এতে বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা সমাজসেবা অফিসার সবুর আলী, কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, নির্বাচন অফিসার হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী। সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায সভায় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আবু তাহের, প্রতিবন্ধি কর্মকর্তা সৌমিত্র পাল চৌধুরী, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist