নিজস্ব প্রতিবেদক

  ২৭ মে, ২০১৭

বাজেটে বেকার ভাতা দাবি

আসন্ন অর্থবছরের বাজেটে বেকারদের জন্য ভাতা দাবি করেছে ‘বাংলাদেশ মেস সংঘ’ (বিএমও) নামক একটি সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আশঙ্কাজনক হারে দেশে বেকার বাড়ছে। সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। প্রকৃত বেকারের সংখ্যা আরো বেশি। আইএলওর তথ্যমতে, দেশে বেকারের সংখ্যা তিন কোটি। বেকারের মধ্যে শিক্ষিতদের সংখ্যাই বেশি। বক্তারা আরো বলেন, ‘বেকারত্বের অভিশাপ যে কত কষ্টের, তা মেসে বসবাসকারী উচ্চশিক্ষিত যুবকরা হারে হারে টের পাচ্ছেন। কোটা পদ্ধতির কারণে যোগ্যতা এবং মেধা থাকা স্বত্বেও তারা চাকরি পাচ্ছেন না। অনার্স-মাস্টার্স শেষ করেও চাকরি না পাওয়ায় অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। তাই আসন্ন ২০১৭-১৮ সালের বাজেটে বেকারভাতা অন্তর্ভুক্ত করে মেস মেম্বারদের মধ্যে চালুর দাবি জানাচ্ছি।

বিএমওর ঢাকা মহানগর সভাপতি আখতার সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব আয়াতুল্লাহ আখতার, সদস্য আল-আমিন রেজভী, দীলিপ বিশ্বাস, রফিকুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist