চট্টগ্রাম ব্যুরো

  ২০ জুন, ২০২০

চট্টগ্রামে নিষ্ঠা ফাউন্ডেশন

গভীর রাতে অক্সিজেন সেবা দিচ্ছেন কর্মীরা

গভীর রাত। যন্ত্রণা বাড়ে শ্বাসকষ্টের রোগীর। অক্সিজেনের জন্য বাড়ে রোগী ও স্বজনে আহাজারি। কিন্তু বর্তমান বাস্তবতায় হাসপাতালে মিলছে না শয্যা, মিলছে না অতি জরুরি অক্সিজেন কিংবা আইসিইউ। এমন কঠিন মুহূর্তে একটি হ্যালোর মাধ্যমে উপস্থিত হচ্ছেন সেবামূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক। স্বজনের ডাকে সাড়া দিয়ে কাঁধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মধ্য রাতেও হাসপাতাল-বাসায় হাজির হচ্ছেন রোগীর পাশে। স্বস্তির নিশ্বাস নিচ্ছেন সংকটাপন্ন অসহায় রোগীরা।

কেবল মধ্য রাতে অক্সিজেন সিলিন্ডার নয়, এ সংস্থার মাধ্যমে করা হচ্ছে দাফন-কাফন ও সৎকার এবং ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে দেওয়া হচ্ছে টেলিমেডিসিন সেবা। এভাবে বৈশ্বিক মহামারি করোনাকালের এ কঠিন সময়ে সেবামূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন নানা মানবিক কাজ করে যাচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল আলম বলেন, ‘প্রতিদিন প্রায় ১০টি অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন রোগীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ কাজে আমাদের আছে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক। এখন পর্যন্ত আটটি লাশ দাফন-কাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close