ময়মনসিংহ প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

ময়মনসিংহে আটক ৪

ময়মনসিংহে চাকরির প্রলোভন দেখিয়ে ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো শাকিল আহম্মেদ (৩০), জোসনা মিয়া (২৮), মোটরসাইকেল চোর উজ্জ্বল মিয়া (২২) ও শরীফ মিয়া (২০)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র ১১ যুবকের কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরা চাকরির ভুয়া সার্কুলার এবং ভুয়া নিয়োগপত্র দেয় তাদের।

এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শহরের গলগ-া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে আটক করা হয়। এ ছাড়া জেলার পাগলা থানায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে তিনটি বিভিন্ন মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close