জাবি প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৮

টাঙ্গুয়ার হাওরে ‘নতুন’ পাখি সন্ধান

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নতুন এক প্রজাতির পাখির সন্ধান মিলেছে। এই পাখি এদেশে নতুন প্রজাতি বলে জানিয়েছেন বন্যপ্রাণি ও পাখি বিশেষজ্ঞরা। নতুন এই পাখির নাম স্পটেড ক্রেক। স্পটেড ক্রেকের বৈজ্ঞানিক নাম Porzana porzana।

গত ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজের নেতৃত্বে একদল গবেষক সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যান। বিভাগটির অধ্যাপক মো. কামরুল হাসান ছাড়াও সেই দলে ছিলেন বিভাগের শিক্ষার্থী অনিক সাহা, তৌকির হাসান হৃদয় ও মো. তৌহিদুর রহমান (তারেক)। পরিযায়ী পাখি নিয়ে ডকুমেন্টারি তৈরি করার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থানকালে তৌকির হাসান হৃদয় হাওরের চরে স্পটেড ক্রেক দেখে পাখিটির ছবি তুলে। তিনি বলেন, এই পাখির শরীরে খয়েরি রঙের পালক রয়েছে। পালকের উপরে সাদা রঙের ফোটা রয়েছে। পায়ের রঙ সবুজাভ হলুদ। এরা বিপদের আঁচ পেলে খুব দ্রুতই লুকিয়ে যায়।

পাখি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, আমাদের এক ছাত্র এ বছরের ফেব্রুয়ারিতে টাঙ্গুয়ার হাওরে স্পটেড ক্রেক দেখে। তার আগে এই পাখি কেউ দেখেছে এমন কোন প্রমাণ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close