চট্টগ্রাম ব্যুরো

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামে রেল কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন। অভিযুক্ত অলি উল্লাহ সুমন ২০০৫ সালের ১৬ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

গত ৪ জুলাই রেলওয়ের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই রেলে নিয়োগ বাণিজ্যের জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করেছে সুমন। প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, চাকরি দেওয়ার নামে একজনের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণসহ নানা অভিযোগের অনুসন্ধান শেষে সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close