reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৮

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের বর্ষপূর্তি

গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টারের এক বছর পূর্তিতে কিডনি চিকিৎসায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশের চার চিকিৎসককে ‘গণস্বাস্থ্য সেবা স¦র্ণপদক’ দেওয়া হয়েছে। গতকাল রোববার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন চিকিৎসকদের হাতে এ সম্মাননা তুলে দেন।

পদকপ্রাপ্তরা হলেন ন্যাশনাল ইনস্টিটিউিট অব কিডনি ডিজিসেস ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনকারী অধ্যাপক ডা. মতিউর রহমান, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ও চিফ কনসালটেন্ট ডা. হারুন-আর-রশিদ, কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক এম এ ওয়াহাব এবং ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যপক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া ‘চার পথিকৃত কিডনি বিশেষজ্ঞ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত তাই মন্ত্রীদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার মানসিকতা পরিহার করা উচিত। গণ বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সাবেক উপদেষ্টা বিশ^ স্বাস্থ্য সংস্থার সাবেক নির্বাহী সদস্য এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist