প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ এপ্রিল, ২০১৮

মানিক মিয়া অ্যাভিনিউয়ে কালবৈশাখীর তান্ডব

রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে ঢুকলেই চোখ পড়বে গত শুক্রবারের ঝড়ের তা-ব। রাস্তার দুই পাশের সারি সারি গাছ, ইটপাথরের শহরে যে একটু সবুজের আশ্বাস দিচ্ছিল সেসবই ল-ভ- হয়ে গেছে। সংসদের সামনের রাস্তার সড়ক বিভাজনে যেসব গাছ ছিল সেগুলো ভেঙে পড়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়-বৃষ্টি আরো কয়েক দিন থাকবে।

গতকাল শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, ল-ভ- হয়ে গেছে পাশের গাড়ির হাট। রাজধানীর উচ্চবিদ্যালয় মাঠের গাড়ির হাটের বিক্রির জন্য রাখা কয়েকটি গাড়িও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টির সময় হঠাৎ কালবৈশাখীর তা-বে লাইন ধরে ১৫ থেকে ২০টি গাছ ভেঙে পড়ে। ঝড়ের সময় সেখানে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৭টার আগে বৃষ্টি চলছিল। এ সময় হঠাৎ জোরে দমকা হাওয়ায় কায়েকটি গাছ ভেঙে পড়ে। কয়েকটি উপড়ে যায়। বৃষ্টি থাকায় রাস্তায় লোকজন চলাচল না থাকায় কেউ আহত হয়নি। তবে রাজধানী হাইস্কুলের মাঠের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সেখানকার পুলিশ চেকপোস্টে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার সরকার বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ ঝড়ে গাছগুলো ভেঙে পড়ে। একটি বড় গাছের ডাল আমাদের কক্ষে এসে পড়লেও কেউ আহত হয়নি। তবে এখানকার বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে।’ ন্যাম ভবনের ২ নম্বর গেটে দায়িত্বরত আনসার সদস্য মো. আবদুল মতিন বলেন, ‘সন্ধ্যা ৭টার আগে হঠাৎ কয়েক সেকেন্ডের ঝড়ে গাছগুলো ভেঙে পড়ে। আজ পড়ে যাওয়া গাছগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।’ এদিকে আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে প্রায় এখন ঝড়-বৃষ্টি চলবে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।’ আগামী কয়েক দিন এই আবহাওয়া বিরাজ করবে বলেও তিনি জানান। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist