রাজশাহী প্রতিনিধি

  ২১ মার্চ, ২০১৮

‘২০২৪ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ’

বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে জাতিসংঘের নির্ধারিত শর্ত পূরণ করলেও চূড়ান্তভাবে যোগ্যতা অর্জন করতে হলে আরও ছয় বছর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অগ্রগতির এ ধারা চলমান থাকলে আগামী ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে। তবে এটা অর্জন করতে না পরলেও আগামী ২০২৭ সাল পর্যন্ত এদেশ স্বল্পোন্নত দেশের সব বাণিজ্য সুবিধা পাবে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেছেন জেলা প্রশাসক (ডিসি) এস. এম. আব্দুল কাদের। ‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা-অর্জনের ঐতিহাসিক সাফল্যে’র উপর এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ডিসি ও জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

ডিসি বলেন, ১৭ মার্চ জাতির জনকের জন্মদিনে বাংলাদেশের এই অসামান্য গৌরব অর্জনের ঘোষণা এসেছে। সারা দেশে একযোগে ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের স্বল্পোন্নত স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য অর্জন উদ্্যাপন করা হবে। জেলা-উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উন্নয়নমূলক বার্তাও প্রচার করা হবে। এ লক্ষ্যে আগামী ২২ মার্চ বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মহা. শামসুজ্জামান-এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রাফি, প্রতিদিনের সংবাদ’র রাজশাহী প্রতিনিধি এস.এইচ.এম. তরিকুলসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist