প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৮

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে স্বাস্থ্য অধিদফতরের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী আজ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহের বহির্বিভাগ খোলা রেখে জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, উন্নত খাবার পরিবেশন এবং দুপুর ১২টা থেকে ১টার মধ্যে শিশুদের পুষ্টিবিষয়ক আলোচনার আয়োজন। এ ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে সকাল ৯টায় পুষ্টিকর খাবার প্রস্তুতি ও গুণাবলির ওপর ভিডিও প্রদর্শনী, পাঁচ বছরের নিচে শিশুদের সমাবেশ ও শারীরিক বৃদ্ধির পরিমাপ, মায়েদের মাঝে শিশু-পুষ্টি ও খাদ্য বিষয়ে পরামর্শ প্রদান, শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ এবং দুপুর ১২টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist