ক্রীড়া ডেস্ক

  ১৯ আগস্ট, ২০১৭

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল

বাংলাদেশের উড়ন্ত সূচনা

শিরোপা অর্জনের চেয়ে ধরে রাখাটাই বেশি কঠিন। সেই বন্ধুর অভিযানে বাংলাদেশের কিশোরদের শুরুটা হলো দুর্দান্ত। গোলবন্যার জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। কাল নেপালের এএনএফএ কমপ্লেক্সে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশের দারুণ জয়ের নায়ক ফয়সাল আহমেদ। দলের ৪ গোলের তিনটিই যে তিনি করেছেন। অন্য গোলটি এসেছে নাজমুল বিশ্বাসের পা থেকে। রাজসিক জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ ম্যাচে মাসুদ পারভেজের দলের প্রতিপক্ষ ভুটান।

২৯ মিনিটে গোলের খাতা খোলা ফয়সাল হ্যাটট্রিক পূরণ করেছেন ৭৪ মিনিটে। তার দ্বিতীয় গোলটি ৩২ মিনিটে। দলের তৃতীয় গোলটি এসেছে ৪৪ মিনিটে, নাজমুল বিশ্বাসের পা থেকে।

২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এক বছর কমিয়ে টুর্নামেন্টটির নতুন নাম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ।

শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ ২৯ মিনিটেই এগিয়ে যায়। বা দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। এক ডিফেন্ডারের পায়ের ফাক গলিয়ে বল বের করে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরো বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বাংলাদেশ। নাজমুল বিশ্বাসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে শ্রীলঙ্কার কফিনে শেষ পেড়েকটি ঠুকে দেন ফয়সাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist