ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৭

জার্মানিকে সরিয়ে শীর্ষে ব্রাাজিল

ধারাবাহিক ভালো খেলার ফল হিসেবে আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ব্রাজিল। কিন্তু ব্রাজিলকে সরিয়ে গত মাসেই ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধান করেছিল জার্মানি। যদিও বিশ্বচ্যাম্পিয়নরা খুব বেশি সময় ধরে রাখতে পারল না সিংহাসনটা। তাদের সরিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় আবার বসেছে ব্রাজিল। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিল ও জার্মানির পর তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। নতুন এই র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। একধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৯তম স্থানে।

কনফেডারেশনস কাপের শিরোপা জিতে জুলাইয়ের র‌্যাংকিংয়ে শীর্ষে বসেছিল জার্মানি। যদিও এক মাসও ধরে রাখতে পারেনি জায়গাটা। ব্রাজিলের কাছে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাদের। অবশ্য গত মাসের র‌্যাংকিংয়ের পর না জার্মানি কোনো ম্যাচ খেলেছে, না ব্রাজিল নেমেছে মাঠে। প্রথম ও দ্বিতীয় স্থানটা রদবদল হলেও তিন নম্বর জায়গাটা আছে অপরিবর্তিত। ২০১৪ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ধরে রেখেছে জায়গাটা। তাদের পর চতুর্থ স্থানে রয়েছে একধাপ এগিয়ে উঠে আসা সুইজারল্যান্ড। একধাপ উন্নতি হয়েছে পোল্যান্ডেরও, রবার্ট লেভানডস্কিরা এখন পাঁচ নম্বরে। তাদের উন্নতি হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর পতুর্গাল নেমে গেছে দুইধাপ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist