ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৭

ছিটকে গেলেন হেরাথও

ভয়ঙ্কর দুঃসময় পার করছে শ্রীলঙ্কান ক্রিকেট। ব্যাটিং-বোলিংয়ে দুর্বলতার পাশাপাশি দলে যুক্ত হচ্ছে ইনজুরি। অপেক্ষাকৃত কার্যকর খেলোয়াড়রাই বারবার ছিটকে যাচ্ছেন দল থেকে। এর মাঝেও লঙ্কানদের আশার প্রদীপ হয়ে ছিলেন রঙ্গনা হেরাথ। অভিজ্ঞ একজন স্পিনার। মুরালির পর তাকেই মনে করা হয় লঙ্কানদের সেরা স্পিনার হিসেবে। দারুণ সাফল্যও পান তিনি। অথচ, সেই রঙ্গনা হেরাথকে ছাড়াই ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে শেষ টেস্ট খেলতে হবে শ্রীলঙ্কাকে। কলম্বো টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন হেরাথ। তখনই অবশ্য পিঠে ব্যাথা লেগেছিল তার। এরপর হেরাথ আর খেলতে পারেননি। এবার পাল্লেকেলে টেস্টের আগে সতর্কতামূলকভাবে তাই তাকে বিশ্রাম দেয়া হয়েছে। হেরাথের পরিবর্তে দু’জন খেলোয়াড়কে দলে নেবে শ্রীলঙ্কা। দ্বিতীয়জন নেয়ার কারণ, ইতিমধ্যেই ইজুরির কারণে ছিটকে গেছেন নুয়ান প্রদীপ। গত তিন সপ্তাহে দারুণ পরিশ্রম করেছেন হেরাথ। অনেক বেশি চাপও নিয়ে ফেলেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা বলেন, ‘এটা প্লেয়ার ম্যানেজমেন্টের বিষয়। আমরা কাউকে হারাতে চাই না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist