খেলা প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

টেস্ট খেলতে প্রস্তুত মুস্তাফিজ

প্রায় ছয় সপ্তাহের সফরে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে লঙ্কানদের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটে তিনটি সিরিজ খেলবে খেলবে টাইগাররা। সদ্য ঘোষিত সূচি অনুযায়ী আসন্ন সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন মাশরাফি-মুশফিকরা।

শ্রীলঙ্কা সফর টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে। ৭ মার্চ গলে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সাদা পোশাকের ওই ম্যাচটার জন্য বাংলাদেশ দলে আহামরি কোনো পরিবর্তন আসছে না। যদিও আসে তাহলে দল থেকে ছিটকে যাবেন ইমরুল কায়েস। কাল প্রচারমাধ্যমকে অন্তত এটা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বলেছেন, ‘ইমরুলকে নিয়ে একটু সংশয় আছে। ফিজিও-ডাক্তারের যে রিপোর্ট আছে, তাতে বলা মুশকিল সে কত দ্রুত সেরে উঠবে। কাল (আজ) ওর ম্যাচ আছে। শুধু ব্যাটিং করলেই তো হবে না। ফিল্ডিংটাও দেখতে হবে। সিøপে দাঁড়িয়ে থাকলেও চলবে না। রানিং-বল থ্রো করতে হবে।’

পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও ঐতিহাসিক হায়দরাবাদ টেস্ট খেলতে বাংলাদেশের সঙ্গে ভারত সফরে গিয়েছিলেন ইমরুল। কিন্তু ম্যাচটা মাঠে গড়ানোর আগেই চোট নিয়ে দেশে ফিরে আসতে হয়েছে বাঁ-হাতি ওপেনারকে। সেই অভিজ্ঞতা থেকে এবার ‘শিক্ষা’ নিচ্ছেন নির্বাচক নান্নু, ‘পুরোপুরি ফিটনেস ?ফিরে পেতে বিসিএলে ওকে অন্তত দুটি ম্যাচ খেলতে হবে। হায়দরাবাদের অভিজ্ঞতা থেকে এদিকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি।’

ভারত সফরে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানেরও। কিন্তু দৈর্ঘ্যাকৃতির ম্যাচ খেলার জন্য তখন পুরোপুরি ফিট ছিলেন না বাঁ-হাতি পেসার। ঝুঁকি এড়াতেই বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পাঠানো হয়েছে মুস্তাফিজকে। যাতে পুরোপুরি ফিট হয়ে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে পারেন তিনি। সেই পক্রিয়ায় সফল হয়েছেন নির্বাচকরা। বিসিএলে মুস্তাফিজের ফিটনেস ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রধান নির্বাচক, ‘মুস্তাফিজ মাশ আল্লাহ ভালো। টেস্টের জন্য সে প্রস্তুত।’

হায়দরাবাদ টেস্ট চলাকালীনই খবরটা চাউর হয়েছে। টেস্টে নেতৃত্ব ও গ্লাভস দুটোই হারাতে পারেন মুশফিকুর রহিম। খবরটাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে মুশির ব্যাপারে কাল পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি নির্বাচকরা। সিদ্ধান্তের জন্য আরো কিছুদিন সময় নিতে চাচ্ছেন নান্নু, ‘এটা নিয়ে নির্বাচকদের মধ্যে এখনো আলোচনা হয়নি। এ বিষয়ে পরে জানাতে পারব। অধিনায়কের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা বসব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

এ মাসের প্রান্তসীমায় শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। দ্বীপরাষ্ট্রের দেশটির বিমানে চড়ার আগে ২৩ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনের ক্যাম্পে অংশ নেবেন ক্রিকেটাররা। সেই ক্যাম্পে কারা থাকবেন, সেটা জানা যাবে দু-এক দিনের মধ্যেই। কাল-ই যে শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist