ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০২০

ওসাকার সহানুভূতি

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় টোকিও অলিম্পিক পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজক কমিটি। ভেন্যুসহ সব প্রস্তুতি অনেকটাই শেষ করে এনেছিল তারা। আসর শুরু হতে বাকি ছিল আর মাত্র চার মাস। এই সময়ে ইভেন্টটি স্থগিত হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে জাপান।

একটি গবেষণায় বলা হয়েছে, অলিম্পিক গেমস পিছিয়ে যাওয়ায় অন্তত ৬০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে দেশটির। আর এ বিষয় নিয়েই এবার কথা বললেন নাওমি ওসাকা। টোকিও অলিম্পিক পেছানোয় নিজ দেশের আয়োজকদের প্রতি সহানুভূতি জানিয়েছেন এই টেনিস তারকা। তার কণ্ঠে ঝরেছে আক্ষেপ, ‘আপনারা জানেন এটা কতটা পীড়াদায়ক। অলিম্পিক বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব অ্যাথলেট এক ছায়ার নিচে চলে আসে।’

ওসাকার দৃঢ় প্রত্যয়, ২০২১ সালে আরো শক্তিশালী রূপে ফিরবে বিশ্ব ক্রীড়াঙ্গন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close