ক্রীড়া ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

মেসির মাথায় নতুন মুকুট

জমকালো আসর বসেছিল বার্লিনে, ২০১৯ সালের জন্য লরিয়াস ক্রীড়া পুরস্কার তুলে দিতে। পরশু রাতে তারা ঝলমলে মঞ্চে দারুণ সব মুহূর্তের দেখা মিলেছে। প্রথমবারের মতো কোনো ফুটবলার হিসেবে লরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। তবে বিজয়ী শুধু তিনি একা হতে পারেননি। ভোটাভুটিতে তার সমান ভোট পেয়েছেন ফর্মুলা ওয়ানের লুইস হ্যামিল্টনও। ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুজন বিজয়ী পেয়েছে লরিয়াস। পরশু বাংলাদেশ সময় রাতে বার্লিনে দেওয়া হয়েছে ২০১৯ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বিভিন্ন ক্যাটাগরির মাঝে একটি পুরস্কারেই সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ ছিল। গত ২০ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের সে পুরস্কার উঠেছে শচীন টেন্ডুলকারের হাতে। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে ঘাড়ে তুলে ভারতীয় দলের উদ্যাপনের সে স্মৃতি ভারতীয় সমর্থকদের মনে গেঁথে আছে। স্বাভাবিকভাবেই তাদের বিপুল সমর্থন এ পুরস্কার পেতে টেন্ডুলকারের পথে অন্য কাউকে বাধা হতে দেয়নি।

এদিকে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস। আর বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাগবি দল। প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস জেতার মুহূর্তে থাকতে সোমবার বার্লিনে থাকতে পারেননি মেসি। তবে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘কোনো দলীয় খেলা থেকে প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার জেতায় আমি গর্বিত।’

গত ২০ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার জিতে টেন্ডুলকার বলেছেন, ‘এখানে অনেক অ্যাথলেট আছেন, যাদের অনেক কিছু ছিল না। তবু তারা তাদের পাওয়া সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেছেন। খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ায় এবং নিজের স্বপ্ন পূরণ করে তরুণদের অনুপ্রাণিত করায় আমি তাদের ধন্যবাদ দিই। এ পুরস্কার শুধু আমার নয়, তাদের সবার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close