ক্রীড়া ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০২০

বুনো উদযাপনে নিষিদ্ধ রাবাদা

ইংল্যান্ডের বিপক্ষে চলমান পোর্ট এলিজাবেথ টেস্টে উইকেট পাওয়ার পর আগ্রাসী উদযাপনের শাস্তি পেলেন কাগিসো রাবাদা। জোহানেসবার্গে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, তৃতীয় টেস্টের প্রথম দিনে। ইংলিশ অধিনায়ক জো রুটকে বোল্ড করার পর বুনো উদ্যাপনে মাতেন রাবাদা। রুটের কাছে গিয়ে হঙ্কার ছুড়তে থাকেন তিনি। এই উদ্যাপন আইসিসি কোড অব কন্ডাক্টে প্রথম ধাপের অপরাধ।

এজন্য তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আনা অভিযোগ রাবাদা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। দুই বছরের মধ্যে ২৪ বছর বয়সি ডান-হাতি পেস তারকার এটি চতুর্থ ডিমেরিট পয়েন্ট। এজন্য নিয়ম অনুযায়ী পরের টেস্টে খেলতে পারবেন না তিনি। ১-১ সমতায় থাকা সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জানুয়ারি। পাঁচ ইনিংসে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজের সেরা বোলার রাবাদা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close