ক্রীড়া প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৯

নিখুঁত নিশানায় দশে দশ

প্রতিশ্রুতিটা ছিলই। কিন্তু বাস্তবায়ন কতটা হয়, সেটি নিয়েই ছিল সংশয়। তবে সব সংশয় উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের আর্চাররা। এসএ গেমসে তীরন্দাজির ১০ ইভেন্টের প্রতিটিতেই সোনার পদক জিতে অনন্য এক নজির গড়েছেন তারা।

পরশু ছয়টি ইভেন্টে সোনা জিতেছিলেন বাংলাদেশের আর্চাররা। বাকি ছিল চারটি। কাল সে চারটি সোনাও এসে গেছে বাংলাদেশের কাছে। কম্পাউন্ড এককে (ছেলে-মেয়ে) সোনা জিতেছেন মোহাম্মদ সোহেল রানা ও সোমা বিশ্বাস; রিকার্ভের এককে ইতি খাতুনের পাশাপাশি সোনা তুলে নিয়েছেন রোমান সানা।

মেয়েদের রিকার্ভের এককের ফাইনালে ভুটানকে হারিয়েছেন ইতি। রোমানও ভুটানের প্রতিযোগীকে হারিয়েই জিতেছেন ছেলেদের রিকার্ভ একক। রোববার ৬ সোনার প্রথম তিনটি এসেছিল রিকার্ভ দলগত ইভেন্ট ও মিশ্র রিকার্ভে। পরের তিনটি আসে ছেলে ও মেয়েদের কম্পাউন্ড আর কম্পাউন্ড মিশ্রে।

পুরুষদের দলগত রিকার্ভে রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জেতেন শ্রীলঙ্কান আর্চারদের বিপক্ষে। মেয়েদের দলগত রিকার্ভে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের দল লঙ্কানদের ৬-০ সেটে উড়িয়ে দিয়ে সোনা জেতেন।

মিশ্র রিকার্ভে দলটিতে ছিলেন রোমান সানা ও ইতি খাতুন। তারা হারান ভুটানকে ৬-২ সেটে। কম্পাউন্ড ইভেন্টে ছেলেদের দল জিতেছে ভুটানের বিপক্ষে। আশিকুজ্জামান, সোহেল রানা ও অসীম কুমার দাসের দল জিতেছে ২২৬-২১৩ পয়েন্টের ব্যবধানে। একই ইভেন্টে মেয়েরা জিতেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। মেয়েদের দলটিতে ছিলেন সুস্মিতা বণিক, শ্যামলী রায় ও সোমা বিশ্বাস। কম্পাউন্ড মিশ্রে সোহেল রানা ও সোমা বিশ্বাস জিতেছিলেন নেপালকে হারিয়ে।

আর্চারি খুব পরিচিত খেলা ছিল না বাংলাদেশে। তবে এই খেলায় দেশের মানুষের আগ্রহ তৈরি করেন রোমান সানাই। গত বছর জুনে নেদারল্যান্ডসে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জয় করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। কোনো খেলার বিশ্ব প্রতিযোগিতায় সেটিই ছিল বাংলাদেশের প্রথম কোনো পদক। সেই সঙ্গে ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেন তিনি।

রোমান থেমে থাকেননি সেখানেই। গত সেপ্টেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্ট থেকে বাংলাদেশকে সোনা এনে দেন রোমান। এশিয়ান মঞ্চে বাংলাদেশের পতাকা সবার ওপরে তুলে ধরতে ২৪ বছরের এই তরুণ হারিয়েছিলেন চীনের শি ঝেনকিকে। যেটি ছিল এখন পর্যন্ত ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সেরা আন্তর্জাতিক সাফল্য। এই প্রতিযোগিতায় দলীয় রিকার্ভে রুপা জিতেছিলেন রোমান। তার সঙ্গে ছিলেন হাকিম আহমেদ ও তামিমুল ইসলাম। এ ছাড়া ব্রোঞ্জ জেতা মিশ্র দ্বৈতে বিউটি রায় সঙ্গী ছিলেন রোমানের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close