ক্রীড়া প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০১৯

লড়াকু মুশফিকে তৃতীয় দিনে ম্যাচ

দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের ইতি টানার আগেই নেই এক হালি উইকেট, স্কোরবোর্ডে রান কেবল ১৩, ইনিংস পরাজয় এড়ানো বহুদূর, তখন ম্যাচ তৃতীয় দিনে গড়ানো নিয়েই শঙ্কা। মাহমুদউল্লাহ রিয়াদের পাল্টা আক্রমণে ভিন্ন কিছুর সুবাস, এরপর মুশফিকুর রহিমের লড়াই। প্রথমবার দুই দিনে টেস্ট হারার শঙ্কা কাটিয়ে অনেকটা মানবেতরভাইে দ্বিতীয় দিন উৎরে গেল বাংলাদেশ।

দারুণ খেলতে থাকা মাহমুদউল্লাহ ৩৯ রান করে হ্যামস্ট্রিংয়ের টানে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। পঞ্চাশোর্ধ্ব জুটির পর মিরাজ বিদায় নেন, খানিকটা সঙ্গ দিয়ে হাল ছাড়েন তাইজুল। তবে মুশফিক টিকে আছেন চোয়ালবদ্ধ লড়াইয়ে। দিন শেষে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল অপরাজিত ৫৯ রানে।

ইনিংস পরাজয়ের লজ্জা এড়াতে এখনও ৯০ রান প্রয়োজন বাংলাদেশের। দ্বিতীয় দফায় ৪ উইকেট নিয়ে ইশান্ত শর্মা দিন শেষ করেছেন ম্যাচে ৯ উইকেট নিয়ে। দেশের মাটিতে প্রথমবার ১০ উইকেটের স্বাদ পাওয়ার আশায় তৃতীয় দিন শুরু করবেন তিনি।

এর আগে কাল বিকালে বিরাট কোহলি প্যাভিলিয়নের ফিরতেই দ্রুত ভারতীয় ব্যাটিংয়ের লেজ গুটিয়ে দেয় বাংলাদেশ। তবে ইনিংস শেষ হওয়ার আগে ডিক্লেয়ার্ড দেয় ভারত। প্রথম ইনিংসের বাংলাদেশের ১০৬ রানের জবাবে ৯ উইকেটে ৩৪৭ রানের পর ক্রিজে থাকা দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও মোহম্মদ শামিকে ডেকে নেন ভারত অধিনায়ক।

শনিবার ৩ উইকেটে ১৭৪ রানে খেলা শুরু করে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে কোহলি ও রাহানে ৯৯ রান যোগ করে ভারতীয় ইনিংসকে বড় সংগ্রহে পৌঁছে দেন। কিন্তু হাফ-সেঞ্চুরি করার পরই প্যাভিলিয়নের রাস্তা ধরেন রাহানে। তবে কোহলির ডেপুটি টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশত করে প্যাভিলিয়নের পথ ধরলেও শেষ পর্যন্ত প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডে-নাইট টেস্টে সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়েন কিং কোহলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close