ক্রীড়া প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৯

‘এমবাপ্পের থেকে দূরে থাকুন’

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারাটা যে কারোর জন্য স্বপ্নপূরণের মতো। মাঝেমধ্যেই নিজ মুখে কথাগুলো বলেন কিলিয়ান এমবাপ্পে। তাই বলে তাকে ‘অপহরণ’ করবে কেউ, তেমনটা চায় না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সম্প্রতি এক মন্তব্যে এমবাপ্পের রিয়ালে আসা নিয়ে মুখ খোলেন কোচ জিনেদিন জিদান। তার পরপরই শুরু শীতলযুদ্ধ। ভেতরে ভেতরে এ নিয়ে জলও কম ঘোলা হয়নি। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, ফোন করে জিদানের সঙ্গে তর্কেও জড়িয়েছেন পিএসজির একাধিক কর্তা।

তবে সর্বশেষ পরশু রাতে ক্লাব ব্রুজকে হারানোর পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো সরাসরি জিদানকে হুশিয়ারি বার্তা দিয়েছেন, ‘আমরা চাই না জিদান এ নিয়ে আর কথা বলুক। এমবাপ্পে আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তাকে নিয়ে অহেতুক কথা বলা উচিত নয়। জিদানকে বলছি, এসব বন্ধ করুন।’ তা কী এমন বলেছিলেন জিদান যে এতটা চটেছেন পিএসজি পরিচালক? সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াল বস বলেন, ‘এটা তার (এমবাপ্পে) একান্ত নিজস্ব সিদ্ধান্ত। সে এখন পিএসজির খেলোয়াড়, ভবিষ্যতে ঠিকানা বদলাতেও পারে। তবে তার একটা স্বপ্ন আছে রিয়ালে খেলার। আমারও বিশ্বাস, সে এক দিন সান্তিয়াগো বার্নাব্যুতে আসবে।’

এদিকে, এমবাপ্পেকে পেতে গোপন মিশন চালাচ্ছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। বিশ্লেষকদের ধারণা, মেসি পরবর্তী দল সাজাতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে খুঁটি হিসেবে ধরছে কাতালানরা। সেই আলোচনার মধ্যেই আবার নাম ঢুকে পড়েছে লিভারপুলের। ফরাসি দৈনিক ‘এল দেসমার্ক’ তেমনটাই দাবি করছে। পত্রিকাটির প্রতিবেদনে লেখা হয়েছে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে আর উন্নতির কোনো সুযোগ দেখছেন না এমবাপ্পে। সে কারণে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগে যেতে চান ২০ বছর বয়সি তারকা।

‘এল দেসমার্ক’-এর দাবি, এমবাপ্পেকে পেতে লিভারপুল রীতিমতো রিয়ালের বিপক্ষে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। লম্বা ভবিষ্যতের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ সেরারা। পত্রিকাটির এমন খবরেও বেজায় চটেছেন লিওনার্দো। তার ভাষ্য, ‘আমি আবারও মনে করিয়ে দিতে চাই পিএসজির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এমবাপ্পের। তাই ওর থেকে দূরে থাকুন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close