ক্রীড়া প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০১৯

বুধবার আসছেন ফিফা সভাপতি

পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগামী বুধবার বিকালে ঢাকায় পৌঁছাবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। গতকাল বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এশিয়া সফরে থাকা ইনফান্তিনো মঙ্গোলিয়া সফর শেষ করে বাংলাদেশে আসবেন। তার এ সফরকে বলা হচ্ছে, ‘এশিয়ায় গুডউইল সফর’। বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সভাপতির। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য হবে লাওস।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ফিফা সভাপতি। ৪৯ বছর বয়সি ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্লাটার ঢাকায় এসেছিলেন দুবার ২০০৬ ও ২০১২ সালে। আর ৮০-এর দশকে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close