reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০১৯

অবশেষে পেইন

টিম পেইনের নেতৃত্বে অস্ট্রেলিয়ার টেস্ট দল ভালো করলেও আড়াল থেকে একটা কথা বারবার শোনা যাচ্ছিল, অধিনায়কের ব্যাট হাসবে কবে? ব্যাট তার হয়ে কথা না বলায় খানিকটা খোঁচাও সইতে হয়েছে পেইনকে।

টেস্টে জাতীয় দলের হয়ে কোনো সেঞ্চুরি নেই। ওয়ানডেতে একটা আছে, সেটিও ১০ বছর আগে। আর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ বছর আগের এক সেঞ্চুরির পর ম্যাজিক ফিগারের দেখা নেই। এমন একজন ক্রিকেটার কী করে অস্ট্রেলিয়ার মতো দলের অধিনায়কত্ব করেন?

পেইনের উইকেটকিপিং নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যাটিংয়ের দুর্দশা চোখ রাঙাচ্ছিল। নিজেও হয়তো আক্ষেপে পুড়ছিলেন। অবশেষে সেই আক্ষেপ ঘোচালেন পেইন। ১৩ বছর পর চওড়া হাসি হাসল তার ব্যাট। ৪ হাজার ৭৩৮ দিন পর তাসমানিয়ার হয়ে সেঞ্চুরি পেলেন অজি অধিনায়ক।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল তাসমানিয়া, উইকেটে আসেন পেইন। পরে দলকে উদ্ধারের পাশাপাশি তুলে নেন বহুল প্রতীক্ষিত সেঞ্চুরি। শেষ পর্যন্ত অজি কাপ্তান থেমেছেন ১২১ রান করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close