ক্রীড়া ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৯

পুনেতেই সিরিজ পকেটে পুরতে চায় ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই সিরিজ পকেটে পুরতে মরিয়া বিরাট কোহলি অ্যান্ড কোং। বিশাখাপত্তমে প্রথম টেস্ট ২০৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আছে ভারত। আজ থেকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এ লড়াইয়ে প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখেছে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেমে দারুণ ছন্দ রয়েছে বিরাট বাহিনী। ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ জয়ের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলতে নামে কোহলি-রোহিতরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত তিনটি টেস্টই জিতে পয়েন্ট তালিকায় ১ নম্বরে রয়েছে ভারত। তাদের বর্তমান সংগ্রহ পয়েন্ট ১৬০ পয়েন্ট।

বিশাখাপত্তমে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিং ও বোলিং প্রোটিয়াদের ছাপিয়ে গিয়েছে। প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি এলেও দ্বিতীয় ইনিংসে মোহম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকান ইনিংস। প্রথম ইনিংসে দারুণ বোলিং করে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন রবিচন্দ্রন আশ্বিন। ৩২ বছরের অফ-স্পিনার প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে দারুণ পারফর্ম করেন। প্রথম ইনিংসে ১৪৫ রান দিয়ে নিয়েছিলেন ৭টি উইকেট। দ্বিতীয় ইনিংসে শামির সঙ্গে প্রোটিয়া ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ৮৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি।

প্রথম টেস্টে দলের অলরাউন্ড পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টেও দল অপরিবর্তিত রাখছে ভারত। এর আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচে একটি মাত্র টেস্ট হয়েছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্ট মাত্র তিন দিনে শেষ হয়ে যায়। অজি স্পিনারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করেছিল ভারতের ব্যাটিং লাইনআপ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close