reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুন, ২০১৯

বাঁকা চোখে

বিশ্বাস

বিশ্বাসের সঙ্গে যুক্তির সম্পর্কটাও বেজায়। ভারতের স্পিনার রবিচন্দ্র আশ্বিনের বিশ্বাস এবার বিশ্বকাপ শিরোপা জিতবে ভারতই। বলেছেন, ‘ভারত এই বিশ্বকাপ শাসন করবে, ঠিক যেমন ২০০৩ এবং ২০০৭ সালে সেটা দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার খেলায়। চলতি আসরে ভারত সেইমাপের দল।’ ভারতের হয়ে দুই রিস্ট স্পিনারই তার বাজির ঘোড়া। বলেছেন, ‘চাহাল এবং কুলদীপ জুটি অসাধারণ বোলিং করছিল। এবার তো চহাল অসাধারণ বোলিং করছে। ওরা ভারতীয় বোলিংয়ের বৈচিত্র্য অনেক বাড়িয়েছে।’ ক্যারিয়ারে দুরন্ত সময় কাটানো আশ্বিন আরো বলেছেন, ‘ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপের সঙ্গে পেস আক্রমণও এখন বিশ্বমানের। তাই বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি দেখছেন। বলেছেন, ‘ভারত এখন শতভাগ ব্যালেন্সড দল। এমন দল নিয়ে বিশ্বকাপ শাসন করাটাই স্বাভাবিক।’ সূত্র : এপি

বরণ

হ্যাজার্ডকে আজ আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছে রিয়াল। সব গুঞ্জনের মেঘ সরিয়ে চেলসির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছেন এই ফুটবল তারকা। এডেন হ্যাজার্ডের রিয়ালে যোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল রিয়াল। হ্যাজার্ডের সঙ্গে করেছে পাঁচ বছরের চুক্তি। থাকবেন ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। বেলজিয়ান অধিনায়ক হ্যাজার্ডকে আজ আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেবে রিয়াল মাদ্রিদ। ২০১৮-১৯ পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বিশ্বকাপ মাতানো হ্যাজার্ড। এবারের ইউরোপা লিগ জেতার পরই তিনি অন্যত্র যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ২৮ বছর বয়সি এই ফুটবলার চেলসিতে কাটানো সময়ে ২টি প্রিমিয়ার লিগ, ২টি ইউরোপা লিগ ও একটি এফএ কাপ জিতেছেন। ২০১৪-১৫ মৌসুমে হ্যাজার্ড পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। সূত্র : গোল ডটকম

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close