ক্রীড়া ডেস্ক

  ১৮ মে, ২০১৯

বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত লাথাম

আঙুলের চোটে বিশ্বকাপ খেলায় আটকাবে না বটে, তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান টম লাথামের।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান লাথাম। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য মাঠ ছাড়েন তিনি। ক্রাইস্টচার্চে ফিরে বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারস্থ হন ২৭ বছর বয়সি এই কিউ তারকা। চোটের জায়গায় এক্স-রে করার পর জানা যায়, চোট লাথামের বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি সম্পূর্ণ ম্যাচ ফিট নাও হতে পারেন।

১ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে শেষমেশ লাথাম খেলতে না পারলে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন টম ব্লান্ডেল, যাকে ব্যাক-আপ উইকেটকিপার ১৫ জনের স্কোয়াডে শামিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই যদি হয়, তবে ১৯৮৭ সালের পর আবার কোনো কিউয়ি ক্রিকেটারের ওয়ান ডে অভিষেক হবে বিশ্বকাপের আসরে।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গেভিন লারসেন এও জানিয়েছেন, তারা রিজার্ভ উইকেটকিপার হিসেবে বিজে ওয়াটলিং নির্বাচিত করেছেন। ওয়াটলিং ছাড়াও টিম সেফার্ত রয়েছেন স্ট্যান্ড-বাই হিসেবে।

২৫ ও ২৮ মে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি অনুশীলন ম্যাচে ব্লাডেলই উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন। দুটি ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে পারলে বিশ্বকাপের আসরে তার ওয়ান ডে অভিষেক প্রায় নিশ্চিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close