ক্রীড়া ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৯

সাফ নারী অনূর্ধ্ব-১৯

আজ মিশন শুরু বাংলাদেশের

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের আগের চার আসরের দুটিতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সবশেষ আসরে খেলেছে ফাইনাল। যদিও স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ থেকে নেপালের বিরাটনগরে আবার শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফ মিশন। এবার গ্রুপ পর্বে তারা পেয়েছে স্বাগতিক নেপাল ও ভুটানকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রোববার নেপাল গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচকে সামনে রেখে তারা তিন দিন সময় পেয়েছে নিজেদের ঝালিয়ে নেওয়ার। এই ম্যাচকে সামনে রেখে কাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সবাই সুস্থ আছে। প্রথম ম্যাচকে সামনে রেখে সবাই বেশ আনন্দিত। অনুশীলন শেষে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ‘সাফ টুর্নামেন্ট আমাদের জন্য বিশেষ একটি প্রতিযোগিতা। মেয়েরা এই টুর্নামেন্টের জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে। এখন মাঠে প্রমাণ দেওয়ার পালা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close