ক্রীড়া ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৯

ইন্ডিয়ান ওয়েলসে অঘটনের রাত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। জার্মানির ফিলিপ কোলেশচেইবারের কাছে সরাসরি সেটে হারেন জকোভিচ।

গত বছর মেলবোর্নে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন জকোভিচ। রেকর্ড সাতবার ইউএস ওপেনের শিরোপা জিতেন তিনি। ওই শিরোপার পর ইন্ডিয়ান ওয়েলসে প্রথম খেলতে নামেন জকোভিচ। এই রাউন্ডে কোলেশচেইবারের বিপক্ষে রেকর্ড বেশ ভালো ছিল জকোভিচের। আগের নয়বারের মুখোমুখিতে আটবারই জয় পান তিনি। তাই কোলেশচেইবারের বিপক্ষে জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্যে তৃতীয় রাউন্ডে খেলতে নামেন জকোভিচ। কিন্তু র‌্যাংকিংয়ে ৩৯তম স্থানে থাকা কোলেশচেইবারের কাছে ৬-৪, ৬- প্রথম সেট থেকেই উজ্জীবিত ছিলেন বেনচিচ। ফলে ৬৬ মিনিটের ব্যবধানে ৬-৩, ৬-১ গেমে ম্যাচটি জিতে নেন তিনি। এ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন বেনচিচ। ম্যাচ হেরে ওসাকা জানান দিনটা তার ছিল না। ভালো খেলেননি তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close